বরকল ইউনিয়ন পরিষদের ইতিহাস।
পঞ্চায়েত প্রথা চালু করা থাকাকালীন প্রধান হিসাবে পাঠানদন্ঢী নামীয় প্রতিষ্টানের মাধ্যমে পঞ্চায়ত প্রথা চালু থাকে । প্রঞ্চায়ত প্রথা চালু থাকা কালীন বরকল গ্রামে মোঃ ছালে চৌধুরী পঞ্চায়তের এর কার্য্যক্রম নিয়ে বিরোধ সৃষ্টি হইলে ও পর এক পর্যায়ে তাহা মামলা আদালত পর্যন্ত পড়ায়। দূর্ঘ দিন ঠান্ডা মিয়া চৌধূরী ও মোঃ ছালে চৌধুরী এর মধ্যে আইনের লড়াই হয়। এক পর্যায়ে আদালত হইতে মোঃ ছারৈ চৌঃ আবস্থানে পক্ষে রায় প্রদান করিলে তাহার আলোকে বরকল পঞ্চায়েত নামে আরেকটি ইউনিয়ন সুষ্টি হয়। যাহরা পরবতীতে বরকল ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস